২৩ জানুয়ারি ২০২৬, ১৮:৪৫

ভাষানটেকে তারেক রহমানের জনসভা শুরু

রাজধানীর ভাষানটেকে বিএনপির জনসভা শুরু হয়েছে  © ভিডিও থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিএনপির চেয়ারম্যানের নির্বাচনী আসন ঢাকা-১৭ এর জনসভা শুরু হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মুফতি মাওলানা আবুল কালাম আজাদের পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে রাজধানীর ভাসানটেকের বিআরবি মাঠে এই জনসভা শুরু হয়েছে। 

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম বলেন, ‘আমরা বিশ্বাস করি, গতকালের মতো আজকেও তারেক রহমানের উপস্থিতিতে ঢাকার ভাসানটেকে সমাবেশে বিপুল জনসমাগম হবে এবং একটি সফল জনসভা অনুষ্ঠিত হবে। 

তিনি বলেন, ঢাকা-১৭ আসনের জনগণের বিপুল ভোটে তারেক রহমান নির্বাচিত হবেন এবং আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার থেকে ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ‘ধানের শীষ’প্রতীকে ভোট চাচ্ছেন।

গতকাল নির্বাচনী প্রচারণার প্রথম দিনে দেশের ৭টি জেলায় সমাবেশ শেষে বৃহস্পতিবার দিবাগত ভোররাতে রাজধানীর গুলশান এ্যাভিনিউয়ের বাসায় ফিরেন তারেক রহমান। গতকাল দুপুর পৌণে ১২টায় সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দানে সমাবেশে বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রচারণা শুরু করেন। এরপর পর্যায়ক্রমে বেলা ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জনসভায় বক্তব্য দেন তিনি।

সফর অব্যাহত রেখে রাত ৩টায় নরসিংদীর পৌর পার্ক সংলগ্ন মাঠে এবং সর্বশেষ নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশ শেষে ভোর ৪টার কিছু সময় পর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।