২৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯

তিন মাসে প্রায় সাড়ে ৫ কোটি টাকার চোরাচালানির মালামাল জব্দ বিজিবির

বিজিবির প্রেস ব্রিফিং  © সংগৃহীত

চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ বিজিবি ব্যাটালিয়নসমূহ গত তিন মাসে অভিযান পরিচালনা করে ২ জন আসামিসহ ৫ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৪১১ টাকার অধিক মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল আটক করেছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মাটিরাঙ্গা উপজেলার গুইমারা সেক্টরের খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ শাহীনূল ইসলাম এই তথ্য জানান। আটককৃত মালামালের মধ্যে ইয়াবা, গাঁজা, মদ ও বিদেশি সিগারেটসহ নানা ধরনের মাদকদ্রব্য রয়েছে। পাশাপাশি সীমান্তে টহল জোরদারের মাধ্যমে ৪৩২টি গরু ও ১৮টি ছাগল আটক করে শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে খেদাছড়া ব্যাটালিয়ন একটি অভিযানে একটি ১২ বোর পিস্তল, ২ রাউন্ড তাজা গোলাবারুদ ও ৩টি হাসুয়া উদ্ধার করে। জোন কমান্ডার জানান, বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে চট্টগ্রাম রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ৫৪০ কিলোমিটার, যা মীরসরাই উপজেলার আমতলী থেকে রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার কচুতলী পর্যন্ত বিস্তৃত। এই সীমান্ত সুরক্ষায় চট্টগ্রাম রিজিয়নের অধীনে ১৩টি বিজিবি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি জানান, 'আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বিজিবি পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে।' চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার ৩৩টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড ও আরসিভি ইউনিট মোতায়েন থাকবে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধ এবং আসন্ন নির্বাচনকে ঘিরে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

এছাড়া বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, কৃষি উপকরণ ও শিক্ষা সহায়তাসহ বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।