দুই দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দ্বিতীয় দিনে দুই দিনের সফরে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এই সফরে তিনি মোট আটটি জেলায় নির্বাচনি সভায় অংশ নেবেন।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সফরের প্রথম দিনে শুক্রবার পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে নির্বাচনি সভা করবেন জামায়াত আমির।
পরদিন শনিবার রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে একটি জনসভায় বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। এরপর একই দিনে তিনি গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় পৃথক সভায় অংশ নিয়ে ঢাকায় ফিরবেন।
জামায়াত জোটের অবশিষ্ট ৪৭টি আসন সম্পর্কে জানতে চাইলে দলের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আজ আমাদের নির্বাচনী কমিটির বৈঠক চলছে। আশা করছি বৈঠক শেষে এ বিষয়ে ঘোষণা দিতে পারব।
প্রসঙ্গত, আগামী রোববার দুপুর ১২টা থেকে ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনে প্রচারণা চালাবেন জামায়াত আমির।