মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর
বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করা হবে—বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী–মহিপুর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শেষ বিকেলে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহিপুর থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। প্রতীক বরাদ্দের পর এটি ছিল পটুয়াখালী-৪ আসনে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা।
জনসভায় এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপির রাজনীতি মানুষের অধিকার ও কল্যাণকে অগ্রাধিকার দেয়। দল ক্ষমতায় গেলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে।’
তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং সাধারণ পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে কৃষক ও সাধারণ মানুষ সরাসরি রাষ্ট্রীয় সুবিধার আওতায় আসবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ নিরাপদ পরিবেশে বসবাস করতে পারবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে কলাপাড়ায় নির্মিত তিনটি সেতু আজও উন্নয়নের স্মারক হয়ে আছে—যা বিএনপির উন্নয়ন দর্শনের বাস্তব প্রমাণ।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের ভোটেই বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে। এবারের নির্বাচন জনগণের নির্বাচন, জনগণের প্রতীক ধানের শীষ, উন্নয়নের প্রতীকও ধানের শীষ।’
এমপি নির্বাচিত হলে উপকূলীয় অঞ্চলের অবহেলিত ও অনুন্নত জনপদগুলোকে পরিকল্পিত উন্নয়নের আওতায় আনার অঙ্গীকার করেন তিনি। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক ও সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লি ও সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী জনসভায় উপস্থিত ছিলেন।