জনসভার মধ্যে দিয়ে শুরু জামায়াতের নির্বাচনী প্রচারণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মিরপুরে নির্বাচনী সমাবেশের মাধ্যমে দলের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে সমাবেশটি শুরু হয়।
জানা গেছে, আদর্শ স্কুল মাঠে নির্বাচনি জনসভা কেন্দ্র করে দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। দুপুরের পর থেকে দাড়িপাল্লা মার্কার ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল দিতে দিতে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। মাঠের ভেতরের চেয়ার পূর্ণ হয়ে, বাহিরেও অবস্থান নিয়েছেন। আশপাশের সড়কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি জামায়াত আমির শফিকুর রহমান। এছাড়া, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা অনুষ্ঠানে উপস্থিত আছেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুথ্থানে শহীদ আব্দুল হান্নানের সন্তান সাঈফ খান বক্তব্য দেন।
২৩ জানুয়ারি জামায়াত আমির উত্তরাঞ্চল সফরে বের হবেন। পঞ্চগড়, দিনাজপুর জেলায় যাবেন তিনি। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রধানের এই কর্মসূচি জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, শুক্রবার ঢাকা থেকে পঞ্চগড় গিয়ে সকাল ১১টায় জনসভা করবেন জামায়াত আমির। সেখান থেকে দিনাজপুরে জনসভা করে ঠাকুরগাঁয়ে আসবেন। সন্ধ্যায় রংপুরে জনসভা করে রাতে সেখানেই অবস্থান করবেন।
এহসানুল মাহবুব বলেন, চারটি জেলা শহরেই বড় জনসভা হবে। পথে যেসব আসন বা গুরুত্বপূর্ণ বাজার অথবা শহরগুলো পড়ে সেখানে, পথসভা করবেন জামায়াত আমির। ভোটারদের সঙ্গে সঙ্গে মতবিনিময় করবেন।
তিনি জানান, শনিবার সকালে আবু সাঈদের কবর জিয়ারত করে গাইবান্ধার পলাশবাড়ীতে যাবেন জামায়াত আমির। সেখানে সকাল ১০টায় জনসভা করে বেলা ১২টায় বগুড়া শহরে এবং বিকেলে বগুড়ার শেরপুর উপজেলায় জনসভায় ভাষণ দেবেন। এরপর সিরাজগঞ্জ শহর ও উল্লাপাড়ায় পৃথক দুটি জনসভা করবেন একই দিনে পাবনায় যাবেন নির্বাচনি প্রচারে। রবিবার ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ সংসদীয় আসনে জনসভা করবেন জামায়াত আমির।