২২ জানুয়ারি ২০২৬, ১৪:৫৭

সরকারে গেলে রাসুল (সা.) ন্যায়পরায়নতার ভিত্তিতে দেশ পরিচালনার ওয়াদা তারেক রহমানের

তারেক রহমান  © টিডিসি ফটো

জনগণের কাছে ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি ‘ভোট ডাকাতির ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন  বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সিলেট আলীয়া মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান  এই আহ্বান জানান।

তারেক রহমান বলেন, আগামী ১২  তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একটি কথা আমি বলতে চাই,  ইনশল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে আমরা নবী করীম (সা.) ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাল্লাহ দেশকে পরিচালনা করব।

তারেক রহমান বলেন, গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্রপত্রিকায় এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে… দেখেছেন  আপনারা? দেখেছেন সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।  বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে।

তারেক রহমান বলেন, একই ভাবে আপনাদের আবার যে ইলিয়াস আলী, দিদার জুনায়েদসহ হাজারো মানুষের প্রাণের বিনিময়ে যেই অধিকার আমরা অর্জন করেছি, ২৪'র গণআন্দোলনে এই সিলেট শহরে ১৩ জন আমাদের জীবন দান করেছে… এই প্রাণগুলোর বিসর্জনের মাধ্যমে আমরা যেই অধিকার আদায়ের পথে নেমেছি একটি কুচক্রি মহল এরই ভিতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। 

তিনি বলেন, দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। ২৪ সালের ৫ আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে যে কোন ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে। পারবেন আপনারা প্রতিহত করতে? ইনশাআল্লাহ।

বেলা ১২টা ২৮ মিনেটে  আলীয়া মাদ্রাসার মঞ্চে উঠেন তারেক রহমান। বক্তব্য রাখেন ২৩ মিনিট। তার বক্তব্যে ১৬ বছরের ফ্যাসিস্ট আমলে নেতা-কর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতন, মামলা-মোকাদ্দমা, সিলেটের সন্তান এম ইলিয়াস আলীকে গুম করা, দেশের ভঙ্গুর অর্থনীতি, লুটপাট, রাষ্ট্র কাঠামো রুপান্তর,  ফ্যামিলি কার্ড, ফার্মাস কার্ড, হেলফ কার্ড, খাল খনন, বেকারদের কর্মসংস্থানসহ আগামীর পরিকল্পনা গুলো উঠে আসে।

তারেক রহমান বলেন, দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি। আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি। এখনো সেই যাত্রা শুরু হয়নি। ১২ তারিথে ধানের শীষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে। টেক ব্যাক বাংলাদেশ মানে শুধু গণতন্ত্রই রক্ষা নয়।
এর সাথে আরও কথা আছে …ওই যে বললাম খাল খনন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড…. আমরা ১২ ১২ তারিখে নির্বাচিত হলে এসব কার্ড আমরা কৃষক ও নারীদেরকে দেবো।

জেলা সভাপতি এম কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও মহানগরে ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লুদির সঞ্চালনায় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিলেট ও সুনামগঞ্জের নেতারা বক্তব্য রাখেন।