২২ জানুয়ারি ২০২৬, ১৪:০২

ধানের শীষে ভোট দিন, করব কাজ-গড়ব দেশ: তারেক রহমান

তারেক রহমান  © টিডিসি ফটো

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।' বৃহস্পতিবার দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'ধানের শীষে ভোট দিন, করব কাজ-গড়ব দেশ।'

 দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ঢাকার বাইরে নিজের প্রথম এই জনসভায় তারেক রহমান স্থানীয় ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। বক্তব্যের শুরুতে অনেকটা সিলেটি উচ্চারণে ‘আপনারা ভালা আছেননি?’ বলে স্থানীয়দের অভিবাদন জানান তিনি।

বক্তব্যে তারেক রহমান গত ১৬ বছরের শাসনব্যবস্থার সমালোচনা করে ভোট ডাকাতি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, 'গত ১৬ বছর ব্যালট ছিনতাই হয়েছে, আমি-ডামি, নিশিরাতের নির্বাচন হয়েছে, আমরা দেখেছি। বিগত দিনে মানুষের রাজনৈতিক ও ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। রাজনৈতিক, বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৬ বছর অনেককে হারিয়েছি।' 

একইসঙ্গে তিনি অভিযোগ করেন যে, একটি মহল দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আবারও মানুষের অধিকার হরণের চেষ্টা করছে। তিনি আরও বলেন, 'যারা পালিয়ে গিয়েছে, যারা বাক-স্বাধীনতা, ভোটের অধিকার কেড়ে নেয়েছিল, তারাই ইলিয়াস আলীর মতো শত হাজার মানুষকে হত্যা করেছে।' জনসভায় জান্নাত-জাহান্নামের দোহাই দেওয়া অন্য একটি রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি অনেকটা বিস্ময়ের সাথে ‘নাউজুবিল্লাহ’ বলেন।

দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি জেলা পর্যায়ে বিশেষায়িত হাসপাতালের চেয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। বিশেষ করে কমিউনিটি পর্যায়ে হেলথ কেয়ার ওয়ার্কারদের প্রশিক্ষণের মাধ্যমে ঘরে ঘরে প্রাথমিক সেবা পৌঁছে দেওয়ার কথা বলেন তিনি। 

বৈদেশিক শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবছর বিপুল সংখ্যক অদক্ষ শ্রমিক বিদেশে যাওয়ায় তারা কাঙ্ক্ষিত অবদান রাখতে পারছেন না। তাই তরুণদের দক্ষ করতে কারিগরি শিক্ষার পাশাপাশি জাপান বা ইউরোপের শ্রমবাজার উপযোগী ভাষা শিক্ষা চালুর প্রতিশ্রুতি দেন তিনি। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।