২২ জানুয়ারি ২০২৬, ১৩:২০

বহিষ্কৃত দুই নেতাকে দলে ফেরাল বিএনপি, পদ হারালেন আরেকজন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল  © ফাইল ছবি

সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য বহিষ্কার হওয়া দুই নেতাকে দলে ফিরিয়েছে বিএনপি। একইসঙ্গে পঞ্চগড় জেলা বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য পঞ্চগড় জেলাধীন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রহিমুল ইসলাম বুলবুল ও নওগাঁ জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি  মোসা. মমতাজ বেগমকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। 

আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ২২ জানুয়ারি তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন: মৌখিক পরীক্ষা কবে, যা বলছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

অপর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য পঞ্চগড় জেলা বিএনপি নেতা মাহমুদ হোসেন সুমনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।