০৮ জানুয়ারি ২০২৬, ১৭:৪৪

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলকে অব্যাহতি

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান  © সংগৃহীত

জনমনে বিভ্রান্তি, সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টিতে জড়িত থাকার অভিযোগে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গণঅধিকার পরিষদের  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদ (জিওপি) সভাপতি, সাধারণ সম্পাদকের অনুমতি ব্যতীত দলীয় সিদ্ধান্তের নামে প্রেসবিজ্ঞপ্তি দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোসহ সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টিতে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক  শাকিল উজ্জামানকে তার দ্বায়িত্ব থেকে সাময়িক  অব্যাহতি  প্রদান করা হলো।

সাময়িক অব্যাহতির পাশাপাশি তাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৫ কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।