০৩ জানুয়ারি ২০২৬, ১২:৩৮
ঢাকা ১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মনোনয়নপত্র বাছাইতে বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রার্থী সমর্থক ও প্রস্তাবকের উপস্থিতিতে এ সিদ্ধান্ত দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম।