খালেদা জিয়াকে মানুষ আবেগ ও চোখের পানি দিয়ে বিদায় দিয়েছে : জামায়াত আমির
বেগম খালেদা জিয়াকে মানুষ আবেগ ও চোখের পানি দিয়ে বিদায় দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বিএনপি ও জামায়াতের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের এ মন্তব্য করেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া এ জাতিকে তিনবার নেতৃত্ব দিয়েছেন। এর বাইরেও তার একটি আপোষহীন সংগ্রামী জীবন ছিল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন লড়াই করে গেছেন। সে লড়াই করতে গিয়ে তার শেষ জীবনটা অত্যন্ত বেদনাদায়কভাবে জেলে একাকীত্বে কাটাতে হয়েছে।
এ সময় যারা দেশ শাসন করেছেন, তারা তার সঙ্গে অমানবিক আচরণ করেছেন। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, তখন তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে দল ও পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে, সরকার তো তা আমলে নেয়নিই বরং এসব নিয়ে বারবার উপহাস করেছে। শেষ পর্যন্ত তিনি চিকিৎসাও নিয়েছেন, বিদেশেও গিয়েছেন, ততক্ষণে তার বিশাল ক্ষতি হয়ে গেছে। আমরা মহান আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে জান্নাতে স্থান দেন।
জামায়াত আমির বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আজকে আলোচনা করেছি। তারেক রহমানসহ বিএনপি নেতৃবৃন্দ ও আমরা একই আকঙ্খা ব্যক্ত করেছি। ৫ বছরের জন্য ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটা নিয়ে ভেবে দেখতে পারি। খালেদা জিয়া যে ঐক্যের যে পাটাতন তৈরি করে দিয়ে গেছেন, তার ভিত্তির ওপর আমরা কাজ করতে পারি।