এ দেশেই আমার জন্ম, এ দেশেই আমার মৃত্যু হবে—বলেছিলেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আওয়ামী সরকারের আগে সীমাহীন নির্যাতন-নিপীড়নের শিকার হন বেগম খালেদা জিয়া। কয়েক দফায় জেলও খাটতে হয়েছে তাকে। এ সময় দেশ ছাড়তেও চাপ দেওয়া হয়। এত কিছুর পরও এ দেশের মাটি ছাড়েননি তিনি।
খালেদা জিয়ার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের ভিডিওতে দেখা যায়, তিনি বলেছিলেন, ‘দেশের বাইরে আমি যাব না। কারণ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই দেশেই আমি থাকব। এই দেশেই আমার জন্মস্থান। এ দেশেই আমার মৃত্যু হবে। এ দেশের মানুষের মাঝেই আমি বেঁচে থাকতে চাই।’
আরও পড়ুন : জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্রশাসন
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হলে, প্রথমে সিসিইউ ও পরে আইসিউতে নেওয়া হয় তাকে। এরপর থেকে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন তার চিকিৎসা চলছিল।