৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭

খালেদা জিয়াকে দাফনের সম্ভাব্য স্থান জানালেন সালাহউদ্দিন

খালেদা জিয়া   © সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে এই মহিয়সী নেত্রীর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিনের অসুস্থতা ও বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগে অবশেষে তিনি না ফেরার দেশে চলে গেলেন।

বেগম খালেদা জিয়ার দাফন ও জানাজা নিয়ে প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, রাজধানীর সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে স্বামী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে দাফন করা হতে পারে। সালাহউদ্দিন আহমেদ আরও জানান যে, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। নেত্রীর প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ সারা দেশে শোকের ছায়া নেমে আসে।

হাসপাতালে শেষ সময়ে বেগম খালেদা জিয়ার পাশে উপস্থিত ছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের স্ত্রী শার্মিলী রহমান সিঁথি এবং ভাই শামীম এসকান্দারসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ নেতা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এবং তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরাও হাসপাতালে উপস্থিত ছিলেন।