৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী  © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে সাত দিন শোক পালন করবে বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পৌনে ৯ টার দিকে এক সংবাদ সম্মেলনে শোক প্রকাশ করে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতার দরুন চিকিৎসাধীন ছিলেন। তার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনসহ দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আগামী সাত দিনের বিএনপির কর্মসূচি ঘোষণা করে রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে আগামী সাত দিনব্যাপি শোক পালন করবে বিএনপি। দলটির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে কালো পতাকা উত্তলন করা হবে। এছাড়া সব নেতা-কর্মী কালো ব্যাজ ধারণ করবে। প্রতিটি দলিও কার্যালয়ে খালেদা জিয়ার জন্য কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে চেয়ারপারসরে কার্যালয়ে শোক বই খোলা হবে।

তার জানাজা নামাজ নিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার জানাজা কখন হবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।