২৯ ডিসেম্বর ২০২৫, ২০:৩১

এনসিপি কার্যালয়ে হাসিমুখে কাদের

তুলোধুনো করে একদিন পরই হাসিমুখে এনসিপি কার্যালয়ে কাদের  © সংগৃহীত ও সম্পাদিত

জামায়াতে ইসলামীসহ ইসলামপন্থী দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতার খবরে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তুলোধুনো করেছিলেন দলটির অধুনা লুপ্ত ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বর্তমান গণতান্ত্রিক ছাত্রশক্তি) ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের। তবে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের দলে যোগদান করতেই অভিমান ভুলে এনসিপির কার্যালয়ে ছুটে গেলেন তিনি। আজ সোমবার (২৯ ডিসেম্বর) রাতে এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদ্য যোগ দেওয়া মুখপাত্র আসিফ মাহমুদের সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে আছেন কাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে পরাজয়ের পর থেকেই বাগছাস এবং এনসিপির সঙ্গে দূরত্ব বাড়তে থাকে কাদেরের। এর কিছুদিন পরই বাগছাস বিলুপ্ত করে গণতান্ত্রিক ছাত্রশক্তি গঠন করা হয়। এর ঢাবি শাখার সভাপতি হন তাহমীদ আল মুদ্দাসসির। তখন থেকেই এনসিপির সমালোচনায় মুখর দেখা গেছে কাদেরকে।

সর্বশেষ গতকাল রবিবার জামায়াতের সঙ্গে আসন সমঝোতার খবরে কাদের লিখেছেন, ‘আগস্টের ৫ তারিখ রাতে জামাত নেতার বাসায় মিটিং দিয়ে যেই প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা আজকে এসে পূর্ণতা পাইছে। এই দীর্ঘ প্রক্রিয়ায় যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদেরকে জানাই অভিনন্দন। তবে নাহিদ ইসলাম'রা মানুষের আবেগ নিয়ে এইভাবে প্রতারণা না করলেও পারতেন।’

এর আগেও তিনি স্যাটায়ার করে এনসিপি-ছাত্রশক্তিতে যোগ না দেওয়ার পক্ষে লিখেছিলেন, ‘আবারও হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দূরে সরিয়ে দিলাম। মোক্ষম সুযোগ ছিল জুলাই গাদ্দার থেকে জুলাই হিরো হিসেবে প্রত্যাবর্তন করার; কিন্তু আফসোস, বারবার সুযোগ পায়ে মাড়িয়ে যাচ্ছি। অথচ পাগলেও নাকি নিজের ভালো বুঝে!’