খালেদা জিয়া কি নির্বাচনে অংশ নিচ্ছেন না?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা তার অবস্থা ‘সংকটময়’ বলে জানিয়েছে চিকিৎসকরা। এ পরিস্থিতিতে মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচনে নাও থাকতে পারেন বলে মনে করছেন নেতাকর্মীরা। ফলে তার তিনটি আসনেই বিকল্প প্রার্থী রেখেছে দলটি।
দলীয় সূত্র জানিয়েছে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ‘সংকটময় অবস্থা’ পার করছেন বলে জানিয়েছেন মেডিকেল টিমের সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। ফলে তিনি যদি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে না পারেন, তাহলে প্রার্থী সংকট তৈরি হতে পারে। এ কারণে তার পক্ষে যে তিনটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, সেগুলোতে বিকল্প প্রার্থী রেখেছে দলটি।
বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে না পারলে বিকল্প প্রার্থীরা দলীয় প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। আজ সোমবার নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন আজ। খালেদা জিয়ার পক্ষেও আজ মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলে দলীয় সূত্র জানায়। তিনি স্বাক্ষর দেওয়ার মতো অবস্থায় না থাকায় তার টিপসই নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
বিএনপি চেয়ারপার্সনের জন্য নির্ধারিত তিনটি সংসদীয় আসনেই বিকল্প প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। বগুড়া, দিনাজপুর ও ফেনীর আসনগুলোতে খালেদা জিয়ার নামে মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি আজ সোমবার বিকল্প প্রার্থীদের মনোনয়নও জমা দেওয়ার কথা রয়েছে।
ফেনী-১ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুকে বিকল্প হিসেবে রাখা হয়েছে। বগুড়া-৭ আসনে উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে দলের উচ্চপর্যায়ের নির্দেশনায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ, কতজন তুললেন জমা দিলেন
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, বগুড়া-৭ সাংসদীয় আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়ন জমা দেবেন। ফেনী-১ সাংসদীয় আসনে তার পক্ষে মনোনয়ন জমা দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক রফিকুল ইসলাম মজনু।
এছাড়া গতকাল ২৮ ডিসেম্বর (রবিবার) দিনাজপুর-৩ সাংসদীয় আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মনোনয়ন জমা দিয়েছেন। তার পক্ষে জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক এ মনোনয়ন জমা দেন।
আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দলটির পক্ষ থেকে চূড়ান্তভাবে সব গুছিয়ে নেওয়া হচ্ছে। খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি বিকল্প প্রার্থীরাও তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন। হাই কমান্ডের চূড়ান্ত নির্দেশনা অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ নেবেন বলে প্রার্থীরা জানিয়েছেন।