২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩

খালেদা জিয়ার ভাগনে তুহিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ

নীলমারীর ডিমলায় বিএনপির বিক্ষোভ  © টিডিসি ফটো

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতীক ধানের শীষ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নামে বরাদ্দ দেওয়ার দাবিতে ডিমলা উপজেলায় বিক্ষোভ মিছিল। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরে সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তুহিন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগনে।

মিছিলটি উপজেলার প্রধান প্রধান বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতি অম্লান চত্বর ডিমলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে চারটি আসনে সমঝোতা করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নীলফামারী-১ আসনে জোট প্রার্থী হিসেবে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের সিদ্ধান্ত চূড়ান্ত ও অপরিবর্তনীয়। এ সিদ্ধান্তের বিরোধিতা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

যুবদলের ডিমলা উপজেলা শাখার সাবেক সদস্য সচিব আশিকুল ইসলাম লেমন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তাই বৃহস্পতিবার আমাদের কোন কর্মসূচি থাকবে না। আমরা সিনিয়র নেতৃবৃন্দসহ খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সঙ্গে কথা বলে ২৬ ডিসেম্বর থেকে আন্দোলন ঘোষণা দেব।’ 

তিনি বলেন, ‘যদি তুহিন ভাইকে নমিনেশন দেওয়া না হয়, আমরা ডিমলা উপজেলার সব নেতাকর্মী গণপদত্যাগ করব। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকা অবস্থায় এই ডোমার-ডিমলার মাটিতে ধানের শীষ মার্কায় তুহিন ভাই ছাড়া অন্য কোন প্রার্থীকে আমরা মেনে নেব না।’

আরও পড়ুন: সিলেট পৌঁছেছেন তারেক রহমান

সমাবেশে আরও বক্তব্য দেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ডিমলা উপজেলা শাখার আহবায়ক মিজানুর রহমান সবুজ, ডিমলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল ইসলাম রাসেল, গয়াবাড়ী ইউনিয়ন মহিলা দলের সাবেক সভাপতি নাজনিন আক্তারসহ দলীয় নেতা-কর্মীরা।

বক্তারা বলেন, বিএনপির হাইকমান্ডের আত্মত্যাগী সিদ্ধান্তকে তারা সম্মান জানাই। তবে তৃণমূলের প্রত্যাশা ও জনমতের প্রতিফলন ঘটিয়ে নীলফামারী-১ আসনে দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি। এলাকার মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ধানের শীষ প্রতীকের যোগ্য দাবিদার। তাঁকে মনোনয়ন দিলে দল আরও শক্তিশালী হবে। সমাবেশ থেকে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবান জানানো হয়।

উল্লেখ্য, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় কমিটির মজলিসে শুরা সদস্য ও জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জেলা যুগ্ম সদস্য সচিব রাশেদুজ্জামান রাশেদ।