জনগণের কাছে বিএনপির ‘অগ্রিম দুঃখ প্রকাশ’
দীর্ঘ প্রায় ১৮ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মীদের উপস্থিতি ও গণসংবর্ধনার কারণে যানজটসহ জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে। সেজন্য জনগণের কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করেছে বিএনপি।
বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের দেশে ফেরার সর্বশেষ তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারেক রহমানের অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ দলের পক্ষ থেকে এই অগ্রিম দুঃখ প্রকাশ করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তরিক ক্ষমা প্রার্থনা করতে চাই যে, প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তন, এই ঐতিহাসিক আয়োজন বাস্তবায়ন করতে দলের পক্ষ থেকে অনিবার্য অত্যাবশ্যক এবং ন্যূনতম যেসব কর্মসূচি নেওয়া হয়েছে, সেজন্য সৃষ্ট অসুবিধা ও কষ্টের জন্য।
তিনি বলেন, আপনারা জানেন, তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না, যা জনদুর্ভোগের কারণ হতে পারে। তিনি রওনা হওয়ার সময় হিথ্রো বিমানবন্দরে প্রবাসী নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি হতে নিষেধ করেছেন।
সালাহউদ্দিন বলেন, বাংলাদেশেও আমাদের কোনো কর্মসূচি যেন জনদুর্ভোগের কারণ না সৃষ্টির করে, সেজন্য আমরা তার নির্দেশনা পালনের আন্তরিক শত চেষ্টার পরেও হয়ত শতভাগ প্রতিপালন করতে পারিনি। তারপরও জনদুর্ভোগের জন্য আমরা অগ্রিম ক্ষমা ও দুঃখ প্রকাশ করছি।
তিনি বলেন, তিনি (তারেক রহমান) স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, তিনি বিমানবন্দর থেকে তার চিকিৎসাধীন গুরুতর অসুস্থ মা বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যেতে চান, তার পিতা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার মাজার জিয়ারতে যেতে চান, তার ভাইয়ের (আরাফাত রহমান কোকো) কবরের পাশে যেতে চান। জনদুর্ভোগ পরিহার করে করতে তিনি সরকারি ছুটির দিনকে তার প্রত্যাবর্তনের দিন হিসেবে নির্ধারণ করেছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকার ‘৩০০ ফুট সড়কে’র অনুষ্ঠানটি কোনো জনসভা নয়, সংবর্ধনা অনুষ্ঠানও নয়। কেবল দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রীসহ দেশের সবার কল্যাণ কামনায় দোয়ার অনুষ্ঠান।
তিনি বলেন, সেই আয়োজনে তিনি (তারেক রহমান) ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না। আমরা এই আয়োজনের কলেবর যত ছোটোই রাখতে চাই না কেন, ১৭ বছর ধরে অপেক্ষমাণ দেশের সব প্রান্ত থেকে আসা নেতাকর্মী সমর্থকদের বাঁধভাঙা স্রোত নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের নেই। তারপরেও আমরা আমাদের কর্মী সমর্থকদের নির্দেশনা দিয়েছি, যেন তাদের বেশির ভাগ কাঞ্চন ব্রিজ ব্যবহার করে অনুষ্ঠানস্থলে আসেন।