২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:২৪

ফরহাদকে ৩ পরামর্শ জামায়াত আমিরের

ডা. শফিকুর রহমান ও এস এম ফরহাদ  © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের আকদ সম্পন্ন হয়েছে। নব বিবাহিত ফরহাদকে তিনটি পরামর্শ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। 

পোস্টে তিনি লেখেন, ফরহাদ ভাইয়ের আকদ সম্পন্ন হলো আজ। জামায়াতে ইসলামের আমীর তার বক্তব্যে শহীদ হাদী ভাইয়ের জন্য দোয়া করলেন এবং ফরহাদ ভাইকে তিনটা উপদেশ দিলেন। আমার মনে হয় অল্প কথায় মোটামুটি করণীয় সংক্রান্ত মৌলিক ব্যাপারগুলো চলে এসেছে তার বক্তব্যে। খুবই ব্যালেন্সড বক্তব্য।

জামায়াত আমিরের তিন পরামর্শ:

১. মা-বাবাকে কখনো মনে করবা না তোমার সাথে থাকে। বরং তুমিই তোমার মা-বাবার সাথে থাকবে৷ 

২. আজকে যেই নারীকে তুমি নিকাহ করলে তাকে তার মা দীর্ঘদিন গর্ভে ধারণ করেছে, তাকে জন্ম দিয়েছে। বুকে আগলে বড়ো করেছে, শিক্ষিত করেছে। সে তার পরিবারের সেবা করেনি, তার পরিবারই এতদিন তাকে সেবা করে এসেছে। আজ সে বিকশিত। এখন তার সময় তার পরিবারকে সেবা করার৷ কিন্তু এই সময়ে তার পরিবার তাকে তুলে দিচ্ছে তোমার হাতে৷ তাকে সর্বোচ্চ সম্মান করবা, ভালোবাসবা৷ তার ইজ্জত-আবরুর খেয়াল রাখবা। দায়িত্ব তোমার। 

৩. শ্বশুর-শাশুড়ি, বাবা-মায়ের সম্মান করবা৷ বাবা-মায়ের হকের প্রতি সর্বোচ্চ খেয়াল রাখবা৷ তবে খেয়াল রাখবা, বাবা-মায়ের হক আদায় করতে গিয়ে স্ত্রীর প্রতি অবিচার না হয়ে যায়। দুটোর মধ্যে ব্যালেন্স করবা।