‘কালকের অনুষ্ঠান কোনো জনসভা বা সংবর্ধনা নয়’, বক্তাও থাকবেন শুধু একজন
১৭ বছর পর আগামীকাল ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে এক সুবিশাল মঞ্চ। তবে আগামী কালকের এ অনুষ্ঠান কোনো জনসভা বা সংবর্ধনা অনুষ্ঠান নয় বলে জানিয়েছেন—তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন।
বুধবার (২৪ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন।
এটি কি কোনো সংবর্ধনা—এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, এটি কোনো জনসভা বা সংবর্ধনা অনুষ্ঠান নয়, শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশনেত্রীসহ দেশের সকল মানুষের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের একটি সংক্ষিপ্ত কর্মসূচি।’
এছাড়া এ সংক্ষিপ্ত কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিজে ছাড়া অন্য কেউ বক্তব্য দেবেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না, যা সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হতে পারে। সে কারণেই তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের যেতে নিষেধ করেছেন।
দেশে ফেরার জন্য ২৫ ডিসেম্বর দিনটিকেই কেন বেছে নিয়েছেন—এমন প্রশ্নে মাহাদী আমিন বলেন, সরকারি ছুটির দিন হওয়াতে জনভোগান্তি পরিহারের লক্ষ্যেই তারেক রহমান তার প্রত্যাবর্তনের দিন হিসেবে ২৫ ডিসেম্বর নির্বাচন করেছেন।