দেশে ফিরেই এভারকেয়ারে মাকে দেখতে যাবেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর অবতরণ করার কথা রয়েছে।
দেশে ফেরার পর বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন চিকিৎসাধীন তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে। বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিলেও জনদুর্ভোগ এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বিএনপি। সালাহউদ্দিন আহমেদ জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচির পক্ষপাতী নন। তাঁর নির্দেশনা অনুযায়ী, বিমানবন্দর থেকে তিনি সরাসরি হাসপাতালে মায়ের কাছে যাবেন এবং পরবর্তীতে পিতা ও ভাইয়ের কবর জিয়ারত করবেন। সাধারণ মানুষের চলাচলে যাতে বিঘ্ন না ঘটে, সেজন্য রাজধানীর কেন্দ্রস্থলে কোনো বড় কর্মসূচি না রেখে বসুন্ধরা স্মার্ট সিটির পাশে ৩০০ ফুট সড়কের সার্ভিস লেনের একপাশে একটি কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে তারেক রহমান ছাড়া দ্বিতীয় কোনো বক্তা থাকবেন না।
তারেক রহমানের সফরসূচি অনুযায়ী, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন এবং এরপর জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরের দিন শনিবার তিনি ভোটার হওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করবেন এবং শেরেবাংলা নগরের পঙ্গু হাসপাতালে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের দেখতে যাবেন। একই দিন তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন বলেও জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আরও উল্লেখ করেন, বিমানবন্দরে তারেক রহমানকে দলের স্থায়ী কমিটির সদস্যরা অভ্যর্থনা জানাবেন। পুরো আয়োজনকে সুশৃঙ্খল রাখতে বিমানবন্দর এলাকায় পার্কিং ও হেল্প ডেস্কের ব্যবস্থা করা হয়েছে। এমনকি জরুরি পরিস্থিতি মোকাবিলায় ৬ শয্যার একটি ফিল্ড হাসপাতাল ও মেডিকেল টিমও মোতায়েন থাকবে। দীর্ঘ ১৭ বছর পর নেতার এই ফিরে আসাকে কেন্দ্র করে সৃষ্ট সম্ভাব্য যানজট ও দুর্ভোগের জন্য আগাম ক্ষমা চেয়ে রাজধানীবাসীর সহযোগিতা কামনা করেছে দলটি।