২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯

সন্তানের দেশে ফেরার খবরে স্বস্তিতে খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া  © সংগৃহীত

দীর্ঘ প্রায় ১৮ বছরের লন্ডনে নির্বাসিত জীবন শেষে অবশেষে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে দলের নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। শুধু তাই নয়, এ খবরে স্বস্তিবোধ করছেন তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও।

জানা গেছে, ছেলে দেশে ফেরার খবরটি কয়েক দিন আগে বিএনপির চেয়ারপারসনকে জানান তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। দীর্ঘদিন পর সন্তানের দেশে ফেরার খবরটি তিনি এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) শুয়েই পেয়েছেন। এক মাস ধরে তিনি এখানে চিকিৎসাধীন।

গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার গণমাধ্যমকে বলেন, চেয়ারপারসনের অবস্থা আগের চেয়ে ভালো। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার খবরে স্বস্তিবোধ করছেন তিনি।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক জানান, বিএনপির চেয়ারপারসন এখনও সিসিইউতেই আছেন। আরেকটু শারীরিক উন্নতি হলে কেবিনে আনার সিদ্ধান্ত হবে। উনার শারীরিক অবস্থার আপাতত অবনতি হয়নি, এটাই ভালো লক্ষণ।