তারেক রহমানের আগমন উপলক্ষে ছাত্রদল নেতা রনির নেতৃত্বে ঢাবিতে শুভেচ্ছা মিছিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একটি শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহিম রনির নেতৃত্বে এ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় ছাত্রদল নেতাকর্মীরা ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে; তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে; তিস্তা নদী বহমান, তারেক রহমান; তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’ ইত্যাদি স্লোগান দেন।
মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতা রনি তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং ২৫ ডিসেম্বর এয়ারপোর্ট ও রাজধানীর ৩০০ ফিটে তারেক রহমানের সংবর্ধনায় আপামর ছাত্রসমাজকে যোগ দেওয়ার আহ্বান জানান।
রনি বলেন, ১৭ বছরের পর আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। আমরা মনে করি তার এ আগমনে দেশের গণতন্ত্রে নতুন দ্বার খুলবে। আগামীতে দেশ আবার গণতান্ত্রিক অগ্রযাত্রায় এগিয়ে যাবে।