২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮
নির্বাচন কমিশনের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক আজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আজ মঙ্গলবার বৈঠক করবেন গণঅধিকার পরিষদের নেতারা। বিষয়টি নিশ্চিত করেছেন দলটি কেন্দ্রীয় সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে এক বার্তার মাধ্যমে তিনি বিষয়টি জানান। বার্তায় তিনি উল্লেখ করেন, আগামীকাল (মঙ্গলবার) সকাল সাড়ে ১১ টায় নির্বাচন কমিশনের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে।
সভাপতি ভিপি নুরুল হক নুরসহ দলটি শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত থাকবেন বলে আবু হানিফ জানান।