২২ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৯

জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে কিশোরগঞ্জ-৩ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে  © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সংসদীয় কিশোরগঞ্জ- ৩ (তারাইল-করিমগঞ্জ) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান এডভোকেট মজিবুল হক চুন্নু। 

তার পক্ষে তারাইল উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র সংগ্রহ করেন মুজিবুল হক চুন্নুর ভাতিজা এ কে এস জামান সম্রাট।

উল্লেখ্য, কিশোরগঞ্জ- ৩ আসনে আসনে ৬ বার সংসদ সদস্য ছিলেন মুজিবুল হক চুন্ন। এ ছাড়া তিনি বিভিন্ন মেয়াদে মন্ত্রী ও সাবেক বিরোধীদলীয় চিফ হুই হিসেবে দায়িত্ব পালন করেন।