ওসমান হাদি হত্যার বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে অতি দ্রুত একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার দাবিও জানানো হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ দাবি জানিয়েছেন। তিনি বলেন, দুটি ব্যাপারে অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে।দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনালের কাজের সহায়তার জন্য পেশাজীবী ইন্টেলিজেন্সের সহায়তা গ্ৰহণ।
তিনি আরও বলেন, ‘আমাদের কালক্ষেপণ করলে চলবে না। নির্বাচনকে স্থিতিশীল ও সুষ্ঠু করার জন্য ওসমান হাদির খুনিদের দ্রুত গ্ৰেফতার করতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি।’
আরও পড়ুন: এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি
তিনি বলেন, ‘আমরা সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম যে, এই ঘটনার সুষ্ঠু জবাবদিহি করতে হবে। কিন্তু তারা তা করেনি। বিকেল ৩টায় আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ডেকেছি। বিক্ষোভ পরবর্তী সময়ে আমরা কর্মসূচি ঘোষণা করব যে, এই সরকারের সাথে আমরা রয়েছি নাকি এই সরকার পতনের আন্দোলন ইনকিলাব মঞ্চের থেকেই শুরু করব। এইটাই হবে আমাদের দাবি।’
আবদুল্লাহ আল জাবের বলেন, ‘ওসমান হাদির হত্যার বিচার হবে না, কিন্তু সরকারের স্থিতিশীলতা রক্ষায় তার সাথে বসে আমাদের লিয়াজো করতে হবে, সেই টিম ওসমান হাদি তৈরি করেনি। বাংলাদেশের জনগণ যদি ওসমান হাদির টিমের সাথে নাও থাকে, তবুও তার হত্যার বিচারের দাবিতে রাজপথে বসে থাকবে। বিচার নিশ্চিত না করে ঘরে বসে থাকার টিম ওসমান হাদির না।’