১৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৬

কাল আড়াইটায় হাদির জানাজা

শরিফ ওসমান হাদি  © সংগৃহীত

আততায়ীর গুলিতে আহত হয়ে এক সপ্তাহ চিকিৎসাধীন থেকে সিঙ্গাপুরে মৃত্যুবরণ করা শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে। আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, ‘আগামীকাল বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শহিদ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ‘