১৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৯

ওসমান হাদির অপারেশন জরুরি হয়ে পড়েছে, তবে...

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহবায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি  © ফাইল ছবি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহবায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মস্তিষ্কে অপারেশন (অস্ত্রোপচার) করা জরুরি হয়ে পড়েছে। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় সিদ্ধান্ত নিতে পারছেন না চিকিৎসকরা। আজ বুধবার (১৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চ ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানিয়েছে। 

স্ট্যাটাসে বলা হয়েছে, ‘স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে। অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড-যেকোনো স্থানে হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য সব অঙ্গ সক্রিয় রয়েছে।’

আরও বলা হয়, ‘হাদি ভাইয়ের জন্য বিশেষ দোয়ার আহবান জানিয়েছে তার পরিবার। আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন।’

জানা গেছে, শরিফ ওসমান হাদিকে উন্নত যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে। সেখানে তার একটি জটিল অস্ত্রোপচারের চেষ্টা করা হবে বলে জানা গেছে। তবে সেখানে নেওয়ার জন্য তার শারীরিক অবস্থার বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সবুজ সংকেতও লাগবে।

আজ বুধবার  (১৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের শীর্ষ এক নেতা এবং সরকারের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলছে, ওসমান হাদির মাথায় খুব জটিল একটি অস্ত্রোপচার প্রয়োজন। তবে এ জন্য সিঙ্গাপুরের হাসপাতালে ভালো ব্যবস্থা নেই। বৃটেনের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে এ জন্য ভালো ব্যবস্থা রয়েছে।

সূত্রটি আরও বলছে, শুরুতে ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশ ও বৃটেনের কয়েকজন শুভাকাঙ্ক্ষী ওসমান হাদিকে বৃটেনে নেওয়ার প্রচেষ্টা শুরু করেন। তবে বিষয়টি নিয়ে সরকার দ্রুত উদ্যোগী হয়েছে। একজন উপদেষ্টা এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করছেন। 

সব ঠিক থাকলেও ওসমান হাদিকে লম্বা সফরে নেওয়ার মতো শারীরিক অবস্থা আছে কিনা, সে বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সবুজ সংকেতের প্রয়োজন হবে। চিকিৎসকরা সফরের বিষয়ে সায় না দিলে তাকে বৃটেনে নেওয়ার চেষ্টা হবে ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন: হাদির সবশেষ শারীরিক অবস্থা জানাল ইনকিলাব মঞ্চ

এর আগে রবিবার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সেখানে অবতরণের প্রায় এক ঘণ্টার মধ্যে তাকে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। 

গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি।