তারেক রহমানের দেশে আসার ক্ষণগণনা শুরু
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা উপলক্ষ্যে ক্ষণগণনা শুরু হয়েছে। আজ মঙ্গলবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত এ ক্ষণ গণনা চলবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ত্রয়োদশ ‘জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার’ জন্য করা নতুন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন এ ঘোষণা দেন। তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরবেন ইনশাআল্লাহ। তার দেশে ফেরা উপলক্ষ্যে ক্ষণ গণনা শুরু হয়েছে। এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে গণমানুষের মাঝে রয়েছে তীব্র আবেগ, আকাঙ্ক্ষা এবং অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করছে কখন তারেক রহমান দেশে ফিরবেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে ‘আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা’ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
মাহাদী জানান, এই সময়ের মধ্যে দেশ এবং বিদেশের সব শ্রেণি এবং পেশার মানুষ দেশ গড়ার প্রত্যয়ে তাদের নিজ নিজ যে পরিকল্পনা, প্রত্যাশা, ভাবনা চিন্তা এক মিনিটের রিল ভিডিওর মাধ্যমে অনলাইনে সাবমিট করতে পারবেন। এই রিল হতে পারে ছোট্ট একটা ভিডিও, যেখানে যেকোন কন্টেন্টের মাধ্যমে প্রত্যেকটা অংশগ্রহণকারী তাদের নিজেদের বক্তব্য, স্যাটায়ার, গান, সংলাপ, ডকুমেন্টারি অ্যানিমেশন কিংবা কয়েকটি ছবি বা আর্টের সমন্বয় তা সাবমিট করতে পারবেন। যার মাধ্যমে হতে পারে গঠনমূলক সমালোচনা। হতে পারে নতুন কোন ভাবনা। আবার হতে পারে সুবিস্তৃত কোন পরিকল্পনা কিংবা ব্যক্তিগত অভিব্যক্তির বহিঃপ্রকাশ।
সংবাদ সম্মেলনে দেশ গড়ার পরিকল্পনায় জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতার বিস্তারিত উপস্থাপন করা হয়।
মাহাদী বলেন, ২৫ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে। প্রতিযোগিতার সেরা ১০ জন বিজয়ী পাবেন তারেক রহমানের সাথে একান্ত আলাপচারিতার সুযোগ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, বিশ্ব ব্যাংককের সাবেক কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার, কনটেন্ট জেনারেশন বিএনপি টিম প্রধান ও স্পেশাল এসিস্ট্যান্ট টু ফরেন অ্যাফেয়ার্স কমিটি ড. সাইমুম পারভেজ।