১৫ ডিসেম্বর ২০২৫, ১৩:৩২

প্রাণহানির শঙ্কায় বিএনপি প্রার্থী নাসিরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী দোলনের জিডি

মো. আরিফুর রহমান দোলন ও খন্দকার নাসিরুল ইসলাম (ডানে)  © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন (আলফাডাঙ্গা-মধুখালী-বোয়ালমারী) থেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশের পর নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হুমকির আশঙ্কা করে রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক ঢাকা টাইমসের সম্পাদক মো. আরিফুর রহমান দোলন।

রবিবার (১৪ ডিসেম্বর) রমনা থানায় করা জিডিতে তিনি অভিযোগ করেন, ফরিদপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম তাকে নির্বাচন থেকে বিরত রাখতে নানা ধরনের ষড়যন্ত্র করছেন। এ উদ্দেশ্যে তার (নাসিরুল) অনুসারীদের দিয়ে মিথ্যা মামলা দেওয়া, হয়রানি এবং প্রয়োজনে শারীরিক ক্ষতি করার পরিকল্পনার কথাও তিনি শুনেছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

জিডিতে আরিফুর রহমান বলেন, তফসিল ঘোষণার পর তিনি ফরিদপুর-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেন। এরপর থেকেই তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট ও মন্তব্যের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

জিডিতে আরও বলা হয়, গত ৪ ডিসেম্বর দুপুরে খন্দকার নাসিরুল ইসলাম একাধিকবার ঢাকায় ঢাকা টাইমস কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দেন। তাকে সমর্থন না করলে নানা ধরনের হয়রানির মুখে পড়তে হতে পারে—এমন ইঙ্গিতও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

আরিফুর রহমান দোলন জিডিতে উল্লেখ করেন, তিনি একজন পেশাদার সাংবাদিক এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সব সময় অহিংস নীতিতে বিশ্বাসী। অতীতে কিংবা বর্তমানে কোনো সহিংস বা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।

এই সিনিয়র সাংবাদিক আশঙ্কা প্রকাশ করে বলেন, যেকোনো সময় তার বা তার শুভাকাঙ্ক্ষীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা বা বড় ধরনের ক্ষতির চেষ্টা হতে পারে। সে কারণে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেটি আমলে নেওয়ার জন্য বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করা প্রয়োজন।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাহাত খান বলেন, আবেদনটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।