সরকার ব্যর্থ হলে হাদির বিদেশে চিকিৎসার সমস্ত ব্যয় বহন করব : বনি আমিন
সরকার ব্যর্থ হলে হাদির বিদেশে চিকিৎসার সমস্ত ব্যয় আমি বহন করব বলে জানিয়েছে বিশ্ব পর্যটক ও কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন। আজ রবিবার (১৪ ডিসেম্বর) নিজের ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।
স্ট্যাটাসে তিনি লেখেন, হাদির অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠাতে হবে। আর সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বনি আমিন তার বিদেশে চিকিৎসার সমস্ত ব্যয় বহন করবে। হাদির মতো অগ্নিঝরা সন্তানদের যেতে দেওয়া যায় না।
এর আগে, এদিন সকাল ১০টার দিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসক ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। সেই সময় আগামীকাল সোমবার রাতে শেষ হবে।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আজ রোববার সকালে এ কথা জানিয়েছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির পাশে রয়েছেন তিনি।
আবদুল্লাহ আল জাবের বলেন, ‘ওসমান হাদি এখনো ডিপ কোমায় আগের অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। তবে ইন্টারনাল রেসপন্স আছে।’
আরও পড়ুন: হাদির আসামিদের ভারত পালানোর তথ্য, যা বলছে পুলিশ
ওসমান হাদিকে তার পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিদেশে নিয়ে চিকিৎসার পরিকল্পনা করা হচ্ছে। তবে বিদেশে নেওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। অবস্থা বিদেশে নেওয়ার মতো উন্নতি হলেই নেওয়া হবে।
গত শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পরপরই ওসমান হাদিকে নেওয়া হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ওই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান তখন বলেছিলেন, একটি গুলি ওসমান হাদির কানের ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাঁ পাশ দিয়ে বেরিয়ে যায়। হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকেরা তার প্রাথমিক অস্ত্রোপচার করেন।
সেদিন সন্ধ্যায় ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এখন সেখানে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি। তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খালেদা জিয়া ও ওসমান হাদির খবরাখবর নিতে এভারকেয়ার হাসপাতালের সামনে অনেকে যাচ্ছেন। তাদের কেউ কেউ বিভিন্ন জেলা থেকে এসেছেন।