১২ ডিসেম্বর ২০২৫, ১৬:২০
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা
রাজধানীতে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনার সময় চলন্ত রিকশায় ছিলেন ওসমান হাদি। জুমার নামাজ শেষে হাইকোর্টের দিকে যাচ্ছিলেন তিনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলি করা হয় ওসমান হাদিকে। এ সময় তার পিছনের রিকশায় ছিলেন মো. রাফি নামে তার এক সমর্থক।
গণমাধ্যমকে মো. রাফি বলেন, ‘জুমার নামাজ শেষে আমরা হাইকোর্টের দিকে আসছিলাম। রিকশায় ছিলাম। বিজয়নগর আসতেই একটা মোটরসাইকেলে করে দুজন এসে হাদি ভাইয়ের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়। আমি ভাইয়ের পেছনের রিকশায় ছিলাম।’