১২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ, বিএনপি-জামায়াতের প্রার্থী যারা 

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিএনপি ও জামায়াতের লোগো   © টিডিসি সম্পাদিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি তার নির্বাচনী প্রচারণায় জনগণকে সহযোগিতা ও সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক ভিডিও পোস্ট করে তিনি এমন আহ্বান জানান। 

এদিকে আসনটিতে আগেই প্রার্থীতা ঘোষণা করেছে দেশের বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। যদিও আসনটি ফাঁকা রেখেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা-১০ আসনে বিএনপি প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে। গত ৪ ডিসেম্বর দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ঘোষিত এ প্রার্থীর নাম প্রকাশ করেন।

এছাড়াও আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে এডভোকেট মো. জসীম উদ্দীন সরকারকে।  

নিজের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে এক ভিডিওবার্তায় আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে দীর্ঘ ১৭ বছর পর। নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন কঠিন, তবে অসম্ভব নয়। এটি যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি নয়; প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং নতুন সামাজিক, রাজনৈতিক ও জিওপলিটিক্যাল বন্দোবস্ত বাস্তবায়ন জরুরি। এ লড়াই সহজ নয়।’

তিনি আরও বলেন, ‘মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আব্বার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে আমি এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামারগীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। কোনো বড় রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা নেই, তবে অসংখ্য নিবেদিত কর্মীর সমর্থন আছে।’