নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন দিগন্তের সূচনা হবে: মির্জা ফখরুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আমাদের আশ্বস্ত করেছে। আপনারা জানেন যে, ৯ মাস রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন ছিল, তা নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে। অনেকগুলো বিষয় আমরা একমত হতে পারিনি। সেগুলো গণভোটের মাধ্যমে সমাধান আসবে। আজকে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন দিগন্তের সূচনা হবে।’
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারে এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিন গণভোটের তফসিল ঘোষণা দেন। এরপর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তফসিল ঘোষণাকে স্বাগত জানান।
মির্জা ফখরুল বলেন, ‘আজকের ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, যে নির্বাচন কমিশন, সরকার ও রাজণৈতিক দলগুলো একটি নির্বাচন করতে চায় এবং জনগণের যে ভোটের অধিকার তা বাস্তবায়ন করতে চায়, নিশ্চিত করতে চায়। এতে আমরা মোটামুটিভাবে সন্তষ্ট। শব্দের দুয়েকটি পার্থক্য থাকতে পারে, এটাকে আমরা বড় করে দেখি না।’
তিনি বলেন, ‘মূল বিষয় হচ্ছে ফেব্রুয়ারির ১২ তারিখে যে নির্বাচনের ঘোষণা হয়েছে, একই সঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোটের নির্বাচন; যেটা আমি মনে করি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নিঃসন্দেহে একটি বড় ও উল্লেখযোগ্য ঘটনা। এটাকে সুষ্ঠুভাবে পালন করা ও সেটাকে অনুষ্ঠান করা এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। একেবারে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, সচেতনভাবে তারা একটি নির্বাচন করবে, যেটা জাতি প্রত্যাশা করে। কারণ, আমরা সবাই জানি যে বিগত ১৫ বছর এদেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। সুতরাং আজকে আমাদের সামনে একটি সুযোগ তৈরি হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন নির্বাচনের মধ্যদিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল একটি সংসদ গঠন করতে সক্ষম হব।’
আরও পড়ুন: তফসিলকে স্বাগত জানিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের আহ্বান জামায়াতের
একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়ে কিছুটা সমস্যার কথা স্বীকার করে বিএনপি মহাসচিব বলেন, ‘কিছুটা সমস্যা হতেই পারে। এ বিষয় নিয়ে আমরা সবাই কাজ করি, তাহলে এ সমস্যা কাটিয়ে উঠতে আমরা সক্ষম হব। তবে আমাদের প্রস্তাব ছিল, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হোক।’
নির্বাচনের ঘোষণার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘নিঃসন্দেহে আজকের দিনটি আমাদের সবার জন্য একটা অত্যন্ত আনন্দের দিন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’
নির্বাচন নিয়ে অনেকের সন্দেহ, সংশয় বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল হেসে দিয়ে বলেন, ‘নিঃসন্দেহে তারা সংশয়বাদী, শঙ্কাবাদী।’
জোটের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কোনো ধরনের জটিলতা নেই দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। কোনো জটিলতা নেই। রাজনৈতিক দলের মধ্যে এসবতো থাকেই। আমরা মনে করি, যারা আমাদের সঙ্গে ফ্যাসিবাদের পতনে আন্দোলন করেছেন, তাদের অবশ্যই যথাযথ মূল্যায়ন করা হবে। কোনো সমস্যা থাকবে না। আমরা যথাযথভাবে ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করতে পারব। তা ছাড়া অন্যরা যারা অন্য দল থেকে জোট থেকে নির্বাচন করবেন, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবেন।’