০৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৯

বহিষ্কৃত ৪ নেতাকে দলে ফেরাল বিএনপি

বিএনপির লোগো  © সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ বিরোধী কর্মকান্ডের অভিযোগে দল থেকে বহিষ্কৃত ৪ নেতাকে দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। আজ শনিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলে ফেরা নেতারা হলেন, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ও মধুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. এনামুল হক; কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সামছুল আলম, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. গোলাম কিবরিয়া এবং কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি জাহেদুল হুদা।

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।