০৪ ডিসেম্বর ২০২৫, ২৩:৪২

ঢাকার পথে ডা. জোবাইদা রহমান

ঢাকার পথে রওনা দিয়েছেন ডা. জোবাইদা রহমান  © সংগৃহীত ও সম্পাদিত

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়া সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে শোনা যাচ্ছে, খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে যেতে তার পুত্রবধু ডা. জোবাইদা রহমান দেশে আসছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তিনি লন্ডন থেকে ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ডা. জোবাইদা রহমান ঢাকায় পৌছাবেন।

জানা গেছে, তিনি দেশে আসার পর পরই খালেদা জিয়াকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য আবার লন্ডনের উদ্দেশে রওয়ানা দেবেন।

এর আগে, বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার লন্ডন যাওয়া কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ।

তিনি জানান, দেশের এবং চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা হয়েছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আলোকে, সবকিছু ঠিক থাকলে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। সেখানে একটি নির্ধারিত হাসপাতালের সঙ্গে যোগাযোগও হয়েছে।

এছাড়া, বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কাতার আমীর তার নিজের উদ্যোগে, তার মহানুভবতায় আমরা একটা অত্যন্ত উন্নতমানের এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছি। যেটা আজকে রাতের মধ্যেই এখানে এসে পৌঁছাবে এবং সম্ভবত খুব ভোরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা যুক্তরাজ্যে চলে যাবে। আনুষঙ্গিক যে সমস্ত কাজগুলো দরকার সেই কাজগুলো আমরা সেরে ফেলেছি এবং এখান থেকে আপনারা এর মধ্যে শুনেছেন যে কারা কারা যাচ্ছেন। ম্যাডামের সঙ্গে একটি চিকিৎসক দল যাচ্ছেন।

বিএনপি মহাসচিব বলেন, কাতারের আমীরের এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যন্ত আধুনিক একটা এয়ার অ্যাম্বুলেন্স। এর মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থাই রয়েছে। আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাচ্ছি, যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থভাবে নিয়ে যান, নিরাপদভাবে নিয়ে যান এবং সুস্থভাবে আমাদের মাঝে আমরা যেন তাকে ফিরে পেতে পারি। 

বিএনপির পক্ষে দেশবাসীর কাছে দোয়া চেয়ে মির্জা ফখরুল বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী এবং এই মুহূর্তে যিনি, দেশের দলমত নির্বিশেষে সমগ্র মানুষের কাছে যিনি একজন অভিভাবক হিসেবে পরিচিত এবং যার অসুস্থতার কারণে সারাদেশের প্রতিটি মানুষ তার জন্য দোয়া করছেন তার রোগ মুক্তির জন্যে। তার উন্নত চিকিৎসার জন্যে দেশি-বিদেশি ডাক্তারদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে দেশনেত্রীকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও সায় জানিয়েছেন।