০৪ ডিসেম্বর ২০২৫, ২০:৩৯

ঢাকা চারটিসহ তিনশর মধ্যে যেসব আসন ফাঁকা রেখেছে বিএনপি

বিএনপি  © লোগো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় দলের মনোনীত আরও ৩৬ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এর আগে, গত ৩ নভেম্বর প্রথম দফায় মোট ২৩৭ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল দলটি। অবশ্য ঘোষণার পরদিনই মাদারীপুর-১ আসনে প্রার্থীর বিষয়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভ এবং বিতর্ক তৈরি হলে দ্রুততম সময়ের মধ্যে সেই মনোনীত প্রার্থীর নাম স্থগিত ঘোষণা করে দলটি। যদিও দেশের আরও প্রায় শতাধিক আসনে মনোনীতদের নিয়ে নেতাকর্মীরা তীব্র ক্ষোভ, বিক্ষোভ দেখিয়ে আসছেন। সেগুলো আমলে না নিয়ে দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করল দলটি।

এদিকে, এখনও ২৮টি সংসদীয় আসনে প্রার্থী তালিকা ফাঁকা রেখেছে দলটি। আজকের ৩৬টিসহ মোট ২৭২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বিএনপি। বাদ বাকি ২৮টি আসনের তালিকা যথা সময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর মধ্যে ফাঁকা রয়েছে ঢাকার চারটি। ঢাকা-১৩ (মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর আংশিক), ঢাকা-১৭, ঢাকা-১৯ ও ঢাকা-২০।

এছাড়া অন্য জেলায় ফাঁকা রয়েছে এরমধ্যে-নীলফামারী-১ (ডোমার উপজেলা ও ডিমলা উপজেলা),  নীলফামারী-৩ (জলঢাকা উপজেলা), লালমনিরহাট- ২ (কালীগঞ্জ উপজেলা ও আদিতমারি), বগুড়া-২ (শিবগঞ্জ উপজেলা), পাবনা-১ (সাথিয়া উপজেলা), ঝিনাইদহ -১ শৈলকূপা উপজেলা, ঝিনাইদহ-২ (নলডাঙ্গা, ঘোড়াশাল, ফুরসুন্দি, মহারাজপুর ইউনিয়ন, হরিণাকুন্ডু ইউনিয়ন ছাড়া সদর উপজেলার অন্যান্য এলাকা) , ঝিনাইদহ -৪ (কালীগঞ্জ উপজেলা ও ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা, ঘোড়াশাল, ফুরসুন্দি ও মহারাজপুর ইউনিয়ন), নড়াইল -২ (লোহাগড়া উপজেলা ও নড়াইল সদর উপজেলার কলোড়া, বিচালি, ভদ্রবিলা, সিঙ্গাশোলপুর ইউনিয়নসমূহ ছাড়া সদরের অন্য এলাকা), বাগেরহাট-১ (সদর উপজেলা, মোল্লাহাট উপজেলা এবং চিতলমারী উপজেলা এবং ফকিরহাট উপজেলা), বাগেরহাট -২ (রামপাল উপজেলা এবং চিতলমারী উপজেলা), বাগেরহাট-৩ (কচুয়া উপজেলা, মোড়েলগঞ্জ উপজেলা, শরণখোলা উপজেলা), খুলনা-১ (বটিয়াঘাটা উপজেলা এবং দাকোপ উপজেলা),  পটুয়াখালী- ২ (বাউফল উপজেলা), পটুয়াখালী - ৩ (দশমিনা উপজেলা এবং গলাচিপা), পিরোজপুর-১ (পিরোজপুর সদর উপজেলা, নাজিরপুর উপজেলা এবং ইন্দুরকানী উপজেলা), ময়মনসিংহ-১০ (গফরগাঁও উপজেলা), গাজীপুর -৬, নরসিংদী -৩ (শিবপুর উপজেলা), নারায়ণগঞ্জ -৪ (নারায়ণগঞ্জ সদরের ফতুল্লা, এনায়েতপুর, বক্তাবলী, কাশিপুর, কুতুবপুর, গোপনগর ও আলীরটেক), সিলেট-৫ (কানাইঘাট উপজেলা এবং জকিগঞ্জ উপজেলা), ব্রাহ্মনবাড়িয়া- ২ (সরাইল উপজেলা, আশুগঞ্জ উপজেলা), ব্র্রাহ্মনবাড়িয়া- ৬ বাঞ্ছারামপুর উপজেলা, কুমিল্লা – ৭ (চান্দিনা উপজেলা), লক্ষ্মীপুর -১ (রামগঞ্জ উপজেলা), লক্ষ্মীপুর -৪ (রামগতি উপজেলা এবং কমলনগর উপজেলা), চট্টগ্রাম-১১, চট্টগ্রাম-১৪।