০২ ডিসেম্বর ২০২৫, ১৮:২৬

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের চিকিৎসক টিম আসছে কাল 

খালেদা জিয়া  © ফাইল ফটো

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনের বিশেষজ্ঞদের মূল দল আজ মঙ্গলবার রাতে ঢাকায় এসে পৌঁছাবে। এছাড়া যুক্তরাজ্যের চিকিৎসক টিম আসবে আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর)। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নাম প্রকাশ না করার শর্তে সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার চিকিৎসক দলের একজন সদস্য।

দুপুরে প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়াকে বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কি না মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ নেয়া হচ্ছে। যুক্তরাজ্য থেকে এসে বিশেষজ্ঞরা তাকে দেখবেন। 

তিনি আরও বলেন, দেখার পরে উনাকে যদি বিদেশে নেয়ার প্রয়োজন হয় বা বিদেশে নেয়ার মতো অবস্থায় আছেন বলে মনে করেন, তখন উনাকে বিদেশে নেয়া হবে। আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া আছে। সর্বোচ্চটা মনে রাখতে হবে রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই।’