০২ ডিসেম্বর ২০২৫, ১৫:১০

জরিমানায় পড়া সেই লাজ ফার্মার মালিক ঢাকা-১৬ আসনের জামায়াত প্রার্থী নন, পরিষ্কার করলেন নিজেই

কর্ণেল (অবঃ) আব্দুল বাতেন ও জরিমানার মুখে পড়া লাজ ফার্মার টাঙ্গাইল ব্রাঞ্চ  © সংগৃহীত ও সম্পাদিত

টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া এলাকায় নকল ওষুধ বিক্রির দায়ে লাজফার্মার একটি ব্রাঞ্চকে ভোক্তা অধিকার অধিদপ্তরের ২ লাখ টাকা জরিমানার ঘটনায় জামায়াতের ঢাকা-১৬ আসনের এমপি প্রার্থী ও কর্ণেল (অবঃ) আব্দুল বাতেনকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। দাবি করা হচ্ছে, তিনি এ ব্রাঞ্চের স্বত্তাধিকারী, যা আসলে সত্য নয়।

এ অপপ্রচারের ঘটনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে বিষয়টি সম্পর্কে নিজের অবস্থান পরিস্কার করেছোন।

ফেসবুক পোস্টে কর্ণেল (অবঃ) আব্দুল বাতেন লেখেন, গতকাল থেকে লক্ষ্য করছি, আমার পরিচালিত প্রতিষ্ঠান মিরপুর–১২ লাজ ফার্মাকে নিয়ে কয়েকটি ফেসবুক পেজ ও গ্রুপে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারা দাবি করছে যে, নকল ওষুধ বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং এ তথ্যকে ভিত্তি করে সময় নিউজের একটি প্রতিবেদন ব্যবহার করে আমার ব্যক্তিগত ছবি সংযুক্ত করে প্রচার চালানো হচ্ছে।

তিনি বলেন, প্রকৃত সত্য হলো- জরিমানা করা হয়েছে টাঙ্গাইলের একটি ব্রাঞ্চকে এবং সেই প্রতিবেদনে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখও আছে। মিরপুর–১২ ব্রাঞ্চের সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুন: নিজ দলের কর্মীকে আওয়ামী লীগ সাজিয়ে গ্রেফতার করালেন বিএনপি নেতাকর্মীরা

ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, সারা দেশে লাজ ফার্মার ৯২টি ব্রাঞ্চ রয়েছে। মিরপুর–১২ নম্বর ব্রাঞ্চটি কর্নেল বাতেন (তিনি নিজে) পরিচালনা করেন। তিনি লাজ ফার্মার ফ্র্যাঞ্চাইজি (নাম ব্যবহার করে ব্যবসার অনুমতি) নিয়ে এখানকার শাখাটি চালান। আর যে ঘটনাটি নিয়ে প্রচার করা হচ্ছে, তা ঘটেছে টাঙ্গাইল ব্রাঞ্চে। তাহলে মিরপুর–১২ শাখা বা কর্নেল বাতেনের সঙ্গে এর সম্পর্ক কোথায়? এটাই বুঝলাম না।

উদ্বেগ জানিয়ে কর্নেল বাতেন বলেন, মিথ্যাচার করতে গেলেও অন্তত তথ্যটা ঠিকভাবে দেখা উচিত। এ ধরনের ভুয়া প্রচারণা মানুষ খুব সহজে গ্রহণ করে না। সমালোচনা করতে হলে ন্যূনতম তথ্য জ্ঞান থাকা প্রয়োজন। দুর্ভাগ্যজনকভাবে, সেটাই অনেকের নেই।

এর আগে, গত রবিবার (৩০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলে লাজ ফার্মায় অভিযানটি পরিচালনার পর সামাজিক যোগযোগমাধ্যমে প্রচারিত হয় “নকল ওষুধ বিক্রির দায়ে মিরপুরের লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা। যার স্বত্বাধিকারী ঢাকা-১৬ আসনের জামায়াতের প্রার্থী আব্দুল বাতেন” শীর্ষক তথ্য। এ তথ্যে কোনো ভিত্তি নেই বলে জানান জামায়াতের এ নেতা।