যারা জনগণের দাবি অস্বীকার করে, তাদের বয়কট করুন: নূরুল ইসলাম বুলবুল
জামায়াতে ইসলামী মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি পদপ্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, জনগণ যে দাবি জানায়, আর যারা সেই দাবির বিপরীতে অবস্থান নেয়, আগামী নির্বাচনে তাদের বয়কট করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করাই জনগণের উচিত।
সোমবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে স্থানীয় দারিয়াপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ভোট কেন্দ্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন-ধর্ষণের মাধ্যমে যারা গোটা দেশকে অস্থিতিশীল করেছে, তারা যদি আবারও প্রহসনের মাধ্যমে ক্ষমতায় আসে, তবে শহীদদের স্বপ্নসহ আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষা বিধ্বস্ত হবে।
নূরুল ইসলাম বুলবুল বলেন, ৫ আগস্টের পর নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। সেই বাংলাদেশ গড়ে তুলতে জামায়াতে ইসলামী শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে সহায়তা প্রদান, শিশুদের দায়িত্ব গ্রহণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে কাজ চালিয়ে যাচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, যারা দেশে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তারা জনগণনির্ভর অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে না বরং সন্ত্রাস, চাঁদাবাজি, খুন ও দখলদারিত্বের মাধ্যমে জনগণকে অতিষ্ঠ করে তুলছে। জনগণ যে দাবি জানায়, তারা ঠিক সেই দাবির বিপরীত অবস্থান নেয়। তাই আগামী নির্বাচনে তাদের বয়কট করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করাই জনগণের করণীয়।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী প্রমুখ।