খালেদা জিয়ার ‘ভেন্টিলেশন’ ইস্যু নিয়ে দেওয়া বক্তব্য পরিষ্কার করলেন বিএনপি নেতা আজম
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঘিরে ‘ভেন্টিলেশন’ সংক্রান্ত নিজের বক্তব্য স্পষ্ট করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। সোমবার (১ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘খালেদা জিয়া ভেন্টিলেশনে আছেন‘ এমন এ ধরণের কোন বক্তব্য দেননি তিনি।
এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আজ সোমবার দেওয়া ব্রিফিংয়ের ভিডিওতে দেখা যায়, আহমেদ আজম খান বলছেন, ‘গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনো অবস্থা ক্রিটিক্যাল আছে। বলবার মতো কোনো কন্ডিশনে এখনো তিনি আসেন নাই। সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলা নেই।’
বিএনপি নেতা আরও বলেন, ‘বলা যায় ওনি খুব ডিপ কন্ডিশনে, আমি ঠিক ডিপ কন্ডিশনের ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না। এটুকুই বলতে চাই ওনি খুব ডিপ কন্ডিশনে আছেন। এটাকে আপনারা ভেন্টিলেশনও বলতে পারেন। বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন।’
এদিকে চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্হায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া কেউ কোনো সূত্র বা কারো বক্তব্য ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে বিএনপি।