০১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪

মির্জা ফখরুলের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

মির্জা ফখরুলের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া  © সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিন বিএনপিতে যুক্ত হয়েছেন।

বিএনপিতে যোগ দিয়ে রেজা কিবরিয়া বলেন, ‘বিএনপির ইতিহাস হলো গণতন্ত্রের ইতিহাস। দুই দুই বার দলটি দেশের গণতন্ত্রকে রক্ষা করেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ থেকে। একবার শেখ মুজিবের গণতন্ত্র ধ্বংস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটাকে রক্ষা করলেন। দ্বিতীয়বার জেনারেল এরশাদের গণতন্ত্র ধ্বংস, পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেটাকে রক্ষা করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আদর্শ। নতুন দেশ গড়ার পথচলায় তারেক রহমানকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান রেজা কিবরিয়া। বিএনপি ঘোষিত ২২৭ আসনের প্রার্থী তালিকায় হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রাখা হয়েছে।

এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।