০১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮
হাসপাতাল থেকে বাসায় ফিরছেন জামায়াত নেতা তাহের
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সুস্থ হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) চিকিৎসা গ্রহণ শেষে বাসায় ফিরবেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ১ ডিসেম্বর সোমবার বেলা ২টায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বাসায় ফিরবেন ইনশাআল্লাহ। তিনি হাসপাতাল গেটে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।