৩০ নভেম্বর ২০২৫, ০১:৪৭

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আহ্বান হেফাজত আমিরের

মুহিব্বুল্লাহ বাবুনগরী  © সংগৃহীত

হাসপাতালে গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব সাজেদুর রহমান। শনিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই আহ্বান জানান।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, “আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্রুত সুস্থ করে জাতির এই দুর্দিনে আবারও দেশের হাল ধরার তাওফিক দান করুন, আমিন।” তারা উল্লেখ করেন, ২০১৩ সালে শাহবাগের আন্দোলনের সময় খালেদা জিয়া “ইসলাম, দেশ ও জাতির স্বার্থের পক্ষে অবস্থান নিয়েছিলেন” এবং হেফাজতের আন্দোলনে সমর্থন দিয়েছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, খালেদা জিয়া ভারতপন্থী সেকুলার প্রগতিশীলদের চক্রান্ত উপেক্ষা করে হেফাজতের পাশে দাঁড়িয়েছিলেন এবং দলের নেতাকর্মীদেরও সমর্থনের নির্দেশ দিয়েছিলেন। তাদের ভাষায়, তিনি “একজন দেশপ্রেমিক, সাহসী ও ঈমানদার নারী”, যার কাছ থেকে রাজনৈতিক নেতৃত্বের শিক্ষা নেওয়া প্রয়োজন।

হেফাজত নেতারা আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী। বিবৃতিতে উল্লেখ করা হয়, জিয়াউর রহমান আলেম–ওলামাদের ভালোবাসতেন এবং খালেদা জিয়া স্বামীর আদর্শ অনুসরণ করে “ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন লড়াই করেছেন”। তাদের দাবি, তিনি মিথ্যা মামলায় কারাবন্দি হয়েছেন, নানা প্রোপাগান্ডার শিকার হয়েছেন এবং তার দীর্ঘ সংগ্রাম দেশপ্রেমিক জনগণের জন্য প্রেরণার উৎস।