২৯ নভেম্বর ২০২৫, ১৪:২৯
খালেদা জিয়ার চিকিৎসার স্বার্থে হাসপাতালে ভিড় না করার নির্দেশ বিএনপির
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার চিকিৎসার সার্বিক কল্যাণের জন্য দলের পক্ষ থেকে হাসপাতালের ভেতরে নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তাকে দেখতে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষজন হাসপাতালে ভীড় করছেন। এমতাবস্থায় হাসপাতালে তার খোঁজখবর নিতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়ের কারণে তিনিসহ অন্যান্য রোগীদের চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটছে।
এ কারণে বিএনপি এবং খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মীসহ সমর্থকদের হাসপাতালে ভিড় না করার নির্দেশ দেওয়া হয়েছে।