২৫ নভেম্বর ২০২৫, ১৮:০৫

নরসিংদীতে সারোয়ার তুষারের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

সারোয়ার তুষারের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার আগে ও পরের দৃশ্য  © সংগৃহীত ও সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও শাপলা কলি প্রতীক থেকে নরসিংদী-২ আসনের এমপি প্রার্থী সারোয়ার তুষারের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠেছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে সারোয়ার তুষার নিজেই এ অভিযোগ তোলেন।

জানা গেছে, সারোয়ার তুষার নরসিংদী-২ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রচার কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছেন। এ প্রেক্ষিতে তার প্রচারের জন্য নরসিংদী জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. আওলাদ হোসেন জনি গত ২৪ নভেম্বর নির্বাচনী এলাকায় নির্দিষ্টসংখ্যক ব্যানার টানান। আজ মঙ্গলবার গিয়ে দেখা যায়, সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। সেই ছিঁড়ে ফেলা ব্যানারগুলোর মধ্যকার একটি ব্যানারের অবস্থা জানিয়ে ফেসবুক পোস্ট করেন সারোয়ার। তার দাবি, টার্গেট করে করে প্রতিনিয়ত তাদের ব্যানার ছিঁড়ে ফেলছে দুর্বৃত্তরা।

ফেসবুক পোস্টটিতে দেখা যায়, গত ২৪ নভেম্বর একটি বিলবোর্ড স্ট্রাকচারে টানানো এবং ২৫ নভেম্বর ছিঁড়ে ফেলা ব্যানারের ছবি শেয়ার করেছেন সারোয়ার তুষার। এ পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, এই খালি বোর্ডটিতে আমার একটা ব্যানার ছিল। রাতের অন্ধকারে এটি ছিঁড়ে ফেলা হয়েছে। পলাশে আমার একটা পোস্টারও অক্ষত নাই, সমস্ত পোস্টার টার্গেট করে করে ছিঁড়ে ফেলা হচ্ছে।

তিনি আরও লেখেন, প্রতিদিনই একটা বিশেষ দলের কর্মী সমর্থকদের কমেন্টে বলতে দেখি, জামানত নাকি হারাব! তো জামানত হারাবে এমন প্রার্থীর ব্যানার পোস্টার আপনাদের ছিঁড়তে হচ্ছে কেন? এগুলো ধীরে ধীরে আপনাদের রাজনৈতিক পরাজয় নিশ্চিত করছে। পোস্টার-ব্যানার ছিঁড়বেন, মানুষের হৃদয়ে স্থান পাব।