জনগণের স্বার্থে পিআর নিয়ে আমাদের দাবি অব্যাহত রয়েছে: জামায়াত আমির
জনগণের স্বার্থে পিআর নিয়ে আমাদের দাবি অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের স্বার্থে পিআর নিয়ে আমাদের দাবি অব্যাহত। কথা দিচ্ছি যে আমরা ক্ষমতায় গেলেও পিআর বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। সব আসনে জামায়াতকে বিজয়ের বার্তা দিব না। আমি জামায়াতের বিজয় চাই না। জনগণের বিজয় চাই।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম কলেজ মাঠে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতের আমির বলেন, নির্বাচনে এখনও সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, তবে এটি গড়ে তুলতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আপনারা প্রস্তুত থাকুন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। এই নির্বাচন না হলে দেশে অস্থিরতা তৈরি হতে পারে। আমরা কোনো সংকট সৃষ্টি হতে দেব না, ইনশাআল্লাহ।
তিনি অভিযোগ করেন, কিছু মানুষ জনগণের সম্পদ লুটপাট করে নিজেদের সম্পদশালী করেছে, কিন্তু সাধারণ মানুষ সেই উন্নয়নের সুফল পায়নি। তাঁর মতে, ভিশনারি, আন্তরিক, দেশপ্রেমিক ও সৎ নেতৃত্বের অভাব বারবার দেশকে পিছিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, বারবার সুযোগ এসেছে, আবার হারিয়েও গেছে। আমরা ২০২৪ সালের এই সুযোগ আর হারাতে চাই না।
ডা. শফিকুর রহমান বলেন, এই দেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল জাতি-উপজাতির মানুষের। তিনি জানান, ‘আমাদের লড়াই হলো দুর্বৃত্তের বিরুদ্ধে—দেশকে সত্যিকার মুক্তির স্বাদ দেওয়ার লড়াই। এই লড়াই আপসহীন, কারো কাছে মাথানত করব না, ইনশাআল্লাহ। আমরা গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমাদের অগ্রযাত্রা থামবে না।’
সফরসূচি অনুযায়ী, তিনি প্রথমে নগরীর আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দেন। এরপর সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনি দায়িত্বশীলদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য