২২ নভেম্বর ২০২৫, ১৩:৫৭

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

বাতিলের দাবিতে ‍মিছিলে  © সংগৃহীত

চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী সরোয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপির একাংশ।

শুক্রবার বিকেলে আনোয়ারা-কর্ণফুলীর বিএনপির তৃণমূল নেতাকর্মী ব্যানারে কাফনের কাপড় মাথায় নিয়ে এই বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলার চায়না ইপিজেডস্থ সড়কে আয়োজিত বিক্ষোভ মিছিলে আনোয়ারা-কর্ণফুলীসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। এসময় নেতাকর্মীদের মাথায় কাফনের কাপড় ও হাতে বয়কট সরোয়ার জামাল নিজাম নামে ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, সুবিধাবাদী সরোয়ার জামাল দলের দুঃসময়ে বিদেশে আরাম–আয়েশে ছিলেন। সুসময়ে ফিরে এসে অসৎ কৌশলে মনোনয়ন নিয়ে নেন বারবার। তৃণমূলের সাথে তার কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তারা। দ্রুত মনোনয়ন বাতিল করে ত্যাগী ও নির্যাতিত কাউকে ধানের শীষ প্রতীকে মনোনীত করার আহ্বান জানান বিক্ষোভকারীরা।

এদিকে সরোয়ার জামাল নিজামের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে তিন মনোনয়নপ্রত্যাশী লায়ন হেলাল উদ্দিন, আলী আব্বাস এবং এস এম মামুন মিয়া গত ১৩ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন পাঠান বলে জানা গেছে।