সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রাষ্ট্রীয় মর্যাদায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য এস. এম. আমজাদ হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় তার দাফনের পূর্বে বাংলাদেশ সেনাবাহিনী গার্ড অফ অনার প্রদর্শন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, মরহুম আমজাদ হোসেন মানুষ হিসেবে অনেক উচ্চমানের মানুষ ছিলেন। ভূমিহীন কৃষকদের অধিকার রক্ষায় সবসময় তিনি সোচ্চার ছিলেন।
আরও পড়ুন : ভুমিকম্পে আহত ঢাবি শিক্ষার্থীদের সেবা নিয়ে আবিদ-মিনহাজের পাল্টাপাল্টি স্ট্যাটাস
মরহুম বীর মুক্তিযোদ্ধা এস. এম. আমজাদ হোসেন পটুয়াখালী-২ আসনের 'মাথাল' প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ছিলেন ও গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। রাজনীতিতে যুক্ত হওয়ার আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ডায়রিয়া জনিত রোগে অসুস্থ হয়ে পরলে প্রথমে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং পরে তাকে শেখ হাসিনা (লেবুখালী) ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিডনিজনিত জটিলতার বিষয়টি সামনে এলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক। পরে ঢাকা রওনা হলে বরিশাল পৌঁছানোর আগে পথেই তিনি অ্যাম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।