২১ নভেম্বর ২০২৫, ১৪:৩০

সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

খালেদা জিয়া  © সংগৃহীত

মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানে অংশ নিতে তিনি গুলশানের ভাড়াবাসা ‘ফিরোজা’ থেকে বেলা ৩ টা রওনা করার কথা রয়েছে।

চেয়ারপারসন ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্যগণ সশস্রবাহিনীর অনুষ্ঠানে অংশ নেবেন।

উল্লেখ্য-সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে।